অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ আটক ১


ই-বার্তা প্রকাশিত: ৫ই আগস্ট ২০১৭, শনিবার  | দুপুর ০১:০৮ খুলনা

ই-বার্তা।। বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের ভাষ্য, আটক মো. আশরাফুল শেখ ডাকাতদলের সক্রিয় সদস্য। তিনি ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামে সুলতান শেখের ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশান কর্মকর্তা লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশান রুপসা ও কোস্টগার্ড গোয়েন্দার একটি টহল দল কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল শেখকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ আটক করে। সে ডাকাতদলের একজন সক্রিয় সদস্য।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ শেখ বলেন, আটক আশরাফুল শেখ তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বাগেরহাটের মোল্লাহাটসহ বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

খুলনা এর আরও সংবাদ