মুক্তামনির রক্তনালীতে টিউমার


ই-বার্তা প্রকাশিত: ৮ই আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:০৫ অন্যান্য

ই-বার্তা ।। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির বায়োপসি রিপোর্টে তার রক্তনালীতে টিউমার ধরা পড়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের চিকিৎসকরা।

মঙ্গলবার সকালে ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ কথা জানান।

এর আগে গত শ‌নিবার সকালে মু্ক্তামনির বায়োপ‌সি করা হয়। এর রিপোর্ট পাওয়া যায় সোমবার।

রিপোর্ট পর্যালোচনা করে ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসকরা আজ জানালো, মুক্তামনির রক্তনালীতে টিউমার রয়েছে।

তবে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে এ বিষয়ে তারা আরও পর্যবেক্ষণ করবেন। এরপর করণীয় নিয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

শনিবার সকালে বায়োপ‌সির পর মুক্তামনির আক্রান্ত স্থান দিয়ে বেশ কয়েকবার রক্তক্ষরণ হয়। এরপর ওইদিন দুপুর ও বিকালে তাকে তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে নেয়া হয়। তাকে বার্ন ইউ‌নিটের আই‌সিইউ- ৫ নম্বর বেডে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ