ভয়াবহ বন্যার কবলে কুড়িগ্রাম


ই-বার্তা প্রকাশিত: ১৩ই আগস্ট ২০১৭, রবিবার  | দুপুর ১২:২২ রংপুর

ই-বার্তা প্রতিবেদক।। কুড়িগ্রামে ধরলা নদী উপচে বন্যার কবলে হাজার মানুষ। ক্রমশ পানি বাড়ছে। আজ সারাদিন ও সারা রাত এই পানি বাড়তেই থাকবে বলে আশংকা মানুষের।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মূল শহরে দ্রুত পানি প্রবেশ করছে। এমনকি সেখানকার মহাসড়কগুলোও


এখন পানির নিচে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আবার মহাসড়কে জাল ফেলে মাছ ধরাও হচ্ছে।
ফুলবাড়িতে ইতোমধ্যেই ডুবে গেছে স্কুল, কলেজের মাঠ শহ বড় রাস্তাগুলো। বসতবাড়িতেও পানি ঢুকছে একই হারে।
ছবিঃ নাগেশ্বরী ও ফুলবাড়ি

সর্বশেষ সংবাদ

রংপুর এর আরও সংবাদ