১৯৮৮ সালের বন্যাকেও হার মানাবে বলে আশংকা


ই-বার্তা প্রকাশিত: ১৪ই আগস্ট ২০১৭, সোমবার  | দুপুর ১২:৫১ রাজশাহী

ই-বার্তা।। গত রাতে পানি কিছুটা কমলেও এখনো পানিবন্দি কুড়িগ্রাম। রংপুরের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ অবস্থায় আতংক ও অনিশ্চয়তা নিয়ে সময় পার করছে এলাকাবাসী।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আজকের সর্বশেষ খবর পাওয়া অবধি মানুষের বাড়ি থেকে দুই ইঞ্চি পরিমান পানি নেমে গেছে রাতের মধ্যে তবে রাস্তাগুলো এখনো পানির নিচে। কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী পর্যন্ত সকল যোগাযোগ ব্যাবস্থাও বন্ধ রয়েছে। এছাড়া লালমনিরহাটের রেল লাইনের মাটি পুরোপুরি ক্ষয়ে যাওয়ায় সেখানকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটি বলছে আরো বড় বন্যা ধেয়ে আসছে উত্তরবঙ্গ এর দিকে। এই বন্যা ১৯৮৮ সালের বন্যাকেও হার মানাবে বলে আশংকা করছেন তারা।

সর্বশেষ সংবাদ

রাজশাহী এর আরও সংবাদ