মাংস না খেলে কি হত !


ই-বার্তা প্রকাশিত: ১৫ই আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:২৮ মেডিসিন

ই-বার্তা ।। চিন্তা করে দেখুন তো এই পৃথিবীতে কেউ মাংস খায়না ! ব্যাপার টা কেমন হয়? গোটা বিশ্বে কেউ মাংস না খেলে কি হত তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।

তারা বলেছেন পৃথিবীর সব মানুষ যদি নিরামিষ ভোজী হয়ে যায় তবে অস্বাভাবিক মৃত্যুর হার কমে যাবে। আর এর পরিমাণ হবে আশি লাখের কাছাকাছি।

তারা বলেন কেবল দৈহিক নয়, পরিবেশের ও উপকার হবে এতে। খাদ্যের সঙ্গে সম্পর্কযুক্ত সকল ধরনের ক্ষতিকর গ্যাসের নির্গমন ৬০% কমে যাবে। বাতাসে মিথেন গ্যাসের পরিমান ও কমে যাবে। ধীরে ধীরে পৃথিবী তার আগের রুপ বৈচিত্র্য ফিরে পাবে। অনেক অস্তিত্ব হারানো প্রানী হয়ত আবার ফিরে আসবে।

বিজ্ঞানীরা বলেছেন, খাবার তালিকায় মাংস না থাকলে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, স্ট্রোক এবং কয়েক প্রকারের ক্যানসারের ঝুকি কমে যায়। ওষুধের দোকানের বিল কমে যাবে অনেকটাই। তবে তারা এটাও বলেছেন শুধু মাংস ছাড়লেই হবেনা। অবশ্যই বিকল্প পুষ্টির ব্যবস্থা করতে হবে। তা নাহলে হিতে বিপরীত হতে পারে।

সর্বশেষ সংবাদ

মেডিসিন এর আরও সংবাদ