রাশিয়ায় সন্দেহভাজন আইএস নিয়োগ কর্মী আটক


ই-র্বাতা প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার  | বিকাল ০৫:১৬ ইউরোপ

ই-বার্তা প্রতিবেদক।। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জন্য সদস্য সংগ্রহকারী বলে সন্দেহভাজন ছয় ব্যক্তিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতায় সংশ্লিষ্ট ছিলেন বলে সন্দেহ করা ।
কর্তৃপক্ষ বলেছে, আটক ব্যক্তিরা মধ্য এশিয়ার কয়েকটি দেশের নাগরিক। তবে সেন্ট পিটার্সবার্গের পাতালরেলে সন্দেহভাজন হামলাকারী কিরগিজ বংশোদ্ভূত আকবরজান জলিলভের সঙ্গে আটক ব্যক্তিদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
আটক ব্যক্তিরা মধ্য এশিয়ার অভিবাসীদের সেন্ট পিটার্সবার্গে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা’ এবং আইএসসহ ‘অবৈধ সশস্ত্রগোষ্ঠীতে’ যোগদানের জন্য নিয়োগ করছিলেন। তাঁদের আবাসস্থলে উসকানিমূলক ধর্মীয় বই পাওয়া গেছে বলে তদন্তকারী কর্মকর্তারা জানান।
উল্লেখ্য গত দুইদিন আগে রাশিয়ায় পাতাল রেলে হামলার ঘটনায় গতকাল পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ