বন্যার পানিতে সবজির বাজারে আগুন


ই-বার্তা প্রকাশিত: ১৭ই আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:০০ রাজধানী

ই-বার্তা ।। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কাওরানবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি।

সব ধরণের সবজিতেই দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। বিক্রেতারা অতিবৃষ্টি আর বন্যাকে দায়ী করছেন এই মূল্য বৃদ্ধির জন্য।

কাওরানবাজার ঘুরে দেখা যায় পেঁয়াজ, মরিচ, করোল্লা, ধনিয়া পাতা, বরবটি, শশার দাম বেড়েছে কয়েকগুণ। তবে ভারতের বন্যার প্রভাবে পেঁয়াজের দাম বেড়েছে অস্বাভাবিকহারে। এছাড়া কয়েক সপ্তাহের টানা বৃষ্টির প্রভাবও কাঁচাবাজারে পড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা।

বেশিরভাগ শাক সাভার থেকে আসায় অপরিবর্তিত আছে দাম। পাশাপাশি সবরাহ বেশি হওয়ায় কমেছে পেপে ও বেগুনের দাম। আলু, চিচিংগা, মিষ্টি কুমড়ার দাম রয়েছে আগের মতই।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যের সঙ্কট দেখা দেবে। এতে দাম আরো বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ