কাপড়ে লেগে যাওয়া চুইংগাম উঠিয়ে ফেলুন খুব সহজেই


ই-বার্তা প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার  | দুপুর ১২:২৪ লাইফ

ই-বার্তা ।। চুইংগাম জিনিসটাই এমন যে ছোট বড় সবারই খুব পছন্দের। অনেকে নিয়মিত চুইংগাম খান। আর অভ্যাসবশত যেখানে সেখানে ফেলে দেন। এতে অনেকেই সমস্যার সম্মুখীন হন।

এই ফেলে দেওয়া চুইংগাম অনেক সময় জামা কাপড়ের সাথে আটকে যায়। মনে করুন আপনি কোথাও বসে আছেন আর আপনার জিন্সের সাথে আটকে গেলো চুইংগাম। যা ছুটাতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয়!

চলুন আজ জেনে নেই কি করে খুব সহজেই জিন্স থেকে চুইংগাম উঠানো যায়।

এর জন্য আপনার দরকার হবে বরফের টুকরো। এক টুকরো বরফ যেখানে চুইংগাম লেগেছে সেখানে রেখে দিন। বরফ গলে গেলে দেখবেন চুইংগাম শক্ত হয়ে গেছে। যদি শক্ত না হয় তবে আরেকটি বরফের টুকরো রেখে দিন। শক্ত হওয়া চুইংগাম এক পাশ থেকে টান দিন। দেখবেন স্টিকারের মত উঠে আসবে। এবার আপনার জিন্স ধুয়ে নিতে পারবেন। দেখবেন চুইংগামের কোন নাম গন্ধই থাকবে না।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ