মিরপুরের দারুসসালামে জঙ্গি সন্দেহে র‍্যাবের অভিযান


ই-বার্তা প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার  | সকাল ১০:২৫ রাজধানী

ই-বার্তা ।। মিরপুরের দারুসসালাম থানার একটি বাড়িতে জঙ্গি আছে সন্দেহে সোমবার মধ্যরাত থেকে অভিযান শুরু করে র‌্যাব।

বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত বর্ধমান বাড়ি এলাকার ভাঙা ওয়াল গলির ওই বাড়িটি থেকে এ সময় তিনটি বিকট শব্দ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো বোমা বিস্ফোরণের শব্দ।

দারুসসালাম থানার এসআই যুগান্তরকে বলেন, রাত ১টার দিকে আমরা খবর পাই, র‌্যাব একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। এ খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই বাড়িটি র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝে মধ্যে গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে।

সিএনজি চালক মো. সেলিম জানান, খিলক্ষেত থেকে যাত্রী নিয়ে গাবতলী যাওয়ার পথে র‌্যাব-পুলিশ সদস্যরা তাকে আটকে দেয়। পরে তিনি ফিরে আসেন।

র‌্যাবের গণমাধ্যম বিভাগের প্রধান মুফতি মাহমুদ খান জানিয়েছেন, বাড়িটিতে জঙ্গি অবস্থান করছে এমন তথ্য পাওয়ার পর র‌্যাব সেখানে অবস্থান নিয়েছে।

তিনি জানান, ভবনটি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ