মিয়ানমার প্রেসিন্ডের সাইট আক্রমণ করেছে, ‘সাইবার-৭১’


ই-বার্তা প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | রাত ১২:০৬ অন্যান্য

ই-বার্তা ।। ডিডস-DDoS’ আক্রমনের মাধ্যমে মিয়ানমারে’র প্রেসিডেন্ট ওয়েবসাইট ডাউন করে দিয়েছে, দেশের অন্যতম স্বাধীনতা’র স্বপক্ষীয় হ্যাকার টিম সাইবার-৭১’। সাইবার-৭১’এর বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন ই-বার্তাকে।

সূত্র আরও জানান, দেশের বিরুদ্ধে সক্রিয় সকল সাইবার ক্রাইম এবং প্রতিবাদের অংশ হিসেবে অতীতেও মোকাবেলা করেছে সাইবার-৭১। ‘’সাইবার ৭১-We Hack to Protect our Bangladesh’’ স্লোগানে সাইবার-৭১ ভবিষ্যতেও দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে বিদেশীয় সকল ষড়যন্ত্র হ্যাকিং এর মাধ্যমে প্রতিবাদ করে যাবে।

ই-বার্তাকে আরও জানান, গুরুত্বপূর্ণ আরও অনেক সাইটের তালিকা তাদের হাতে রয়েছে।

মিয়ানমার প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ http://www.president-office .gov.mm

-সর্বশেষ পাওয়া তথ্যে আরও জানানো হয়: ইন্দোনেশিয়ার হ্যাকারদের সাথে’’সাইবার ৭১’’ এর যৌথ সাইবার হামলা। ডিডস’ আক্রমনে আবারো বন্ধ মায়ানমারের তথ্য মন্ত্রণালয়ের সরকারী ওয়েবসাইট...
একত্রে চলছে পরবর্তী টার্গেট নির্ধারন, দেশবাসী কে সঙ্গে থাকার আহ্বান জানিয়ে সাইবার-৭১’এর সাথে থাকতে বলা হয়েছে।

সাইট লিংকঃ http://www. moi.gov.mm

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ