দারুস সালামে জঙ্গি আস্তানায় বিস্ফোরণের পরে : ভবনে আগুন


ই-বার্তা প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | সকাল ১১:৩০ অপরাধ

ই-বার্তা ।। রাজধানীর দারুস সালামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার রাত ৯টা ৪৬ মিনিটে পরপর চারটি বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে জঙ্গি আস্তানাটি। এতে ভবনে আগুন ধরে যায়। এ সময় একাধিক গুলির শব্দও শোনা যায়। পরে র‌্যাব পাল্টা গুলি ছুড়ে ভবনের চারপাশে অবস্থান নেয়।

রাত ১০টা ৩৭ মিনিটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, বিস্ফোরণের ঘটনায় স্পি­ন্টারবিদ্ধ হয়ে র‌্যাবের চার সদস্য আহত হয়েছেন।

প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাদের আশঙ্কামুক্ত ঘোষণা করেছেন।

মুফতি মাহমুদ খান জানান, বিস্ফোরণের ঘটনায় ছয় তলা ভবনের পাঁচ তলার জানালার গ্রিল ও বারান্দা উড়ে গেছে। ভেতরে থাকা দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহসহ অন্যদের কী অবস্থা তা এখনও জানা যায়নি। রাত ১২টার দিকে র‌্যাব পরিচালক বলেন, নিরাপত্তার স্বার্থে অভিযান স্থগিত করা হয়েছে। আপাতত বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

বুধবার সকাল থেকে ফের অভিযান চালানো হবে। তখন বাড়ির ভেতরের প্রকৃত অবস্থা বা হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে দুপুরে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ওই বাড়িতে জঙ্গি আবদুল্লাহ অবস্থান করছে। আবদুল্লার দুই সহযোগী, দুই স্ত্রী এবং দুই সন্তান ওমর (১০) ও ওসামা (আড়াই বছর) সেখানে রয়েছে।

তখন র‌্যাব আরও জানায়, আস্তানায় পিস্তল, বিপুল পরিমাণ বিস্ফোরক, এসিড এবং আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) রয়েছে। ব্যবসার আড়ালে আবদুল্লাহ ওই বাড়িতে বোমা তৈরির কাঁচামাল মজুদ করেছে।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ