দুই হাজার একর জমির উপর নির্মিত হবে নতুন রোহিঙ্গা ক্যাম্প


ই-বার্তা প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৭:৩০ অন্যান্য

ই-বার্তা ।। উখিয়ার কুতুপালংয়ের পাশেই দুই হাজার একর জায়গা নিয়ে নতুন একটি রোহিঙ্গা ক্যাম্প করা হবে।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল সোমবার থেকে কক্সবাজার জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু হবে।

যারা এই রেজিস্ট্রেশন করবেন না, তারা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাবেন না বলে জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, আগে থেকেই ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। আর সম্প্রতি শুরু হওয়া মিয়ানমার সেনাদের নির্যাতনে বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও ৩ লাখের বেশি শরণার্থী।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ