পুজোয় চলুক বারবিকিউ চিংড়ি


ই-বার্তা প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:১১ লাইফ

ই-বার্তা ।। পুজো চলে এসেছে দোড়গোঁড়ায়। অতিথির আনাগোনা বাড়িতে লেগেই থাকবে। তাদের আপ্যায়নে রাখতে পারেন বারবিকিউ কোন আইটেম। বার্বিকিউতো অনেক কিছুরই হয়। তবে চিংড়ির বার্বিকিউ পার্টির আমেজে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে।

চিংড়ি বারবিকিউ
উপকরন :
গলদা চিংড়ি - ১ কেজি
রসুন কুচি - ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি - ১/২ কাপ
পেঁয়াজ কলির সাদা অংশ - ১টা স্টিক
পাটালি গুড় ( গুঁড়ো করা) - ২ টেবিল চামচ
কুচো চিংড়ি বাটা - ১ চা চামচ
তেঁতুল পিউরি - ২ চা চামচ
ফিস সস - ১ টেবিল চামচ
নারকেলের দুধ - হাফ কাপ

প্রনালী :
প্রথমে চিংড়ির মাথা ফেলে খোসা ছাড়িয়ে নিন। তবে লেজ রেখে দেবেন। এবারে চিংড়ির মাঝখান থেকে স্কিউয়ার ঢুকিয়ে মাছটি স্কিউয়ারে গেঁথে নিন। এবারে রসুন, ধনেপাতা, পেঁয়াজকলি, গুড়, তেঁতুল পিউরি ও ফিশ সস একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর মধ্যে নারকেলের দুধ মিশিয়ে মিহি করে ব্লেন্ড করে মিশিয়ে নিন।
প্লেটের মধ্যে স্কিউয়ারে গাঁথা চিংড়ি রেখে ওপরে এই সসটা অর্ধেকটা ঢেলে দিন। প্লাস্টিক দিয়ে মুড়ে ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বার্বি কিউগুলি গ্রিলে চড়া আঁচে রেখে চিংড়ির দু’পিঠ এক মিনিট করে সেঁকে নিন। নামিয়ে নিয়ে সস আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ