রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের তল্লাশি আটক ১৫০


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:৫৫ চট্টগ্রাম

কক্সবাজারের উখিয়ায় বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১৫০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিটি রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি আছে। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতে সন্দেহজনক চলাফেলা করে আসছিল। রাতের আঁধারে ক্যাম্পে অবস্থান করে ত্রাণ বিতরণের নামে সন্দেহজনক উপস্থিতির কারণে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. কায় কিসলু জানান, রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের বিকাল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ