সিরিয়ায় রাশিয়ার ২ সেনা নিহত


ই-র্বাতা প্রকাশিত: ১২ই এপ্রিল ২০১৭, বুধবার  | দুপুর ০১:৪৮ মধ্যপ্রাচ্য

ই-বার্তা প্রতিবেদক।। সিরিয়ায় অস্ত্রধারীদের হামলায় দুই রুশ সেনা নিহত ও একজন আহত হয়েছে। রুশ বার্তাসংস্থা স্পুতনিক জানিয়েছে, অস্ত্রধারীদের রকেট হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে।

আহত সেনার চিকিৎসা চলছে। হতাহত সেনারা সিরিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিরিয়ার সরকারের আহ্বানে সাড়া দিয়ে সেখানে সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা করছে রাশিয়া ও ইসলামি প্রজাতন্ত্র ইরান।তবে আমেরিকার মতো কিছু দেশ সিরিয়ার সরকারের অনুমতি না নিয়েই সেখানে সামরিক হস্তক্ষেপ করছে এবং সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আসাদ প্রথম থেকেই ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। আর এ কারণেই তাকে ক্ষমতাচ্যুত করতে সেদেশে যুদ্ধ বাধানো হয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ