হেন্ডারসন, ফ্র্যাংক‌, ডাবোশেট পেলেন রসায়নে নোবেল


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৪:০৮ অন্যান্য




রসায়নে নোবেল এ বছর পেয়েছেন রিচার্ড হেন্ডারসন, জোয়াকিম ফ্র্যাংক ও জ্যাক ডাবোশেট।

সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার (০৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে এ ঘোষণা দিয়েছে।

পুরস্কার হিসেবে ৩ বিজ্ঞানী পাচ্ছেন- ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ৯ লাখ ৩১ হাজার মার্কিন ডলার।

গত বছর মলিকুলার মেশিনস বা আণবিক যন্ত্রের নকশা ও সংশ্লেষে অবদান রাখায় তিন মার্কিন বিজ্ঞানী রসায়নে নোবেল জিতে নেন। তারা হলেন- স্কটল্যান্ডের স্যার ফ্রেশার স্টডডার্ট, জাঁ ফ্রান্সের পিয়েরে সভেজ ও নেদারল্যান্ডসের নাগরিক বার্নাড ফেরিঙ্গা ।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ