নির্বাসিত ব্রাজিল অলিম্পিক কমিটি


ই-বার্তা প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার  | দুপুর ০২:১১ অন্যান্য

ই-বার্তা ।। ব্রাজিলের অলিম্পিক কমিটি ২০১৬ রিও অলিম্পিক আয়োজন করতে মোটা অঙ্কের ‍ঘুষ দিয়েছে। এই অঙ্ক নাকি কয়েক লাখ মার্কিন ডলার। আর এর সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে দেশের পুলিশ ইতোমধ্যে ব্রাজিলের অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট কার্লোস নুজম্যানকে গ্রেফতারও করেছে সে।

পাশাপাশি বড় ধরনের শাস্তি পেল ব্রাজিলের অলিম্পিক সংস্থাও। তাদের নির্বাসনে পাঠালো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাসনে থাকতে হবে এই সংস্থাকে। বহিস্কার করা হয়েছে নুজম্যানকেও। তবে সে দেশের অলিম্পিয়ানদের জন্য স্বস্তির খবর, এর জেরে আগামী বছর শীতকালীন অলিম্পিকে ব্রাজিলের প্রতিযোগীদের অংশগ্রহণ আটকানো হবে না।

২০০৯ সালে কোপেনহেগেনে আইওসির সভায় ২০১৬’র অলিম্পিক আয়োজক দেশের নাম চূড়ান্ত করা হয়েছিল, সেই সভায় নুজম্যান সেনেগালের প্রতিনিধিদের প্রায় বিশ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন, যাতে তারা রিও ডি জেনেইরোর পক্ষে ভোট দেয়।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ