জেনে নিন পুরুষদের অবাক করা দশ তথ্য


ই-বার্তা প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:৫৯ আন্তর্জাতিক

ই-বার্তা।। নারী-পুরুষের সমান অধিকার নিয়ে মাতামাতি করা পৃথিবীতে এখনো বেশিরভাগ রাষ্ট্রই পুরুষতান্ত্রিক। আবার অধিকারের বিচারে নারী-পুরুষ সমান হলেও এই দুই লিঙ্গের চারিত্রিক বৈশিষ্ট্যে রয়েছে বিস্তর ভিন্নতা। সেরকমই কিছু তথ্য আজ দেয়া হোলো যার অনেকগুলোই হয়তো আপনার অজানা।

১। যে সকল পুরুষ নিজের স্ত্রীর বিশ্বাস ভঙ্গ করেন, তাদের আই-কিউ বা বুদ্ধিমত্তা কম হয়।

২। পুরো জীবনের এক বছর পুরুষেরা মেয়েদের দিকে তাকিয়ে নষ্ট করে।

৩। পুরুষেরা মেয়েদের চেয়ে বেশি যুক্তিবাদী হয়, আর কম আবেগপ্রবণ হয়।

৪। মেয়েদের চেয়ে পুরুষেরা অনেক বেশি মিথ্যা বলে যা প্রায় মেয়েদের দ্বিগুণ।

৫। ল্যাপটপ কোলের উপরে রেখে যেসব পুরুষ ব্যবহার করেন, তারা সন্তানের জন্ম দিতে সফল কম হন। কারণ ল্যাপটপের ক্ষতিকর রশ্মিতে পুরুষের স্পার্ম কাউন্ট কমে যায়।

৬। প্রাপ্তবয়স্করা নিজের জীবনের ৬টি মাস শেভিং করে কাটিয়ে দেন।

৭। যে পুরুষের স্ত্রী যত সুন্দরী, তাদের বিবাহিত জীবনও ততটাই সুন্দর।

৮। ন্যাড়া মাথার পুরুষেরা মাথা ভর্তি চুলওয়ালা পুরুষের চেয়ে বেশি শক্তিশালী হন।

৯। মেয়েদের তুলনায় ছেলেদের কথোপকথনের দক্ষতা কম হয়। কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা মেয়েরা বেশি ভালো করে সামলে নিতে পারে কিন্তু ছেলেরা পারেনা।

১০। স্ত্রী অথবা প্রেমিকার সঙ্গে হাঁটার সময়ে পুরুষেরা গড়ে ৭ শতাংশ গতি কমিয়ে দেয়। অন্য পুরুষের সঙ্গে হাঁটলে তা আবার বেড়ে যায়।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক এর আরও সংবাদ