অবসর নিয়ে কোচিংয়ে যেতে চান কাকা


ই-বার্তা প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:১১ ফুটবল

ই-বার্তা।। ফুটবলকে বিদায় বলে দিতে যাচ্ছেন ব্রাজিল তারকা কাকা। এমএলএস লিগে খেলেছেন অরল্যান্ডো সিটির হয়ে। আর সেখানেই থেকেই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন! তাই মনোযোগ করতে চাইছেন কোচিংয়ে।

অবশ্য এক্ষেত্রে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের পদাঙ্ক অনুসরণ করতে চান, ‘আমি জিজুর মতোই হতে চাই। ও খেলা ছেড়ে দিয়ে কিছু সময় নিয়েছিল। এরপর যুবাদের জন্য কিছু করার লক্ষ্যেই কোচিংয়ে ফিরলো।’ আর এ জন্যেই রিয়াল মাদ্রিদ কোচের মতোন হতে চান কাকা, ‘আমিও ওর মতো করতে পারি।

তাহলে খেলার কী হবে? এর উত্তরে কাকা বলেন, ‘ফুটবলে খেলে এখন আর উপভোগ করার মতো কিছু পাচ্ছি না। আমার শরীর কিন্তু সেটা টের পাচ্ছে। ৩৫ বছর বয়সে শরীর আর খাপ খাওয়াতে পারছে না।’

এসি মিলানে যাওয়ার আগে ব্রাজিল দল সাও পাওলোর হয়ে খেলেছেন কাকা। মিলানে ৬ বছর কাটানোর পর রিয়াল মাদ্রিদে যান ২০০৯ সালে। কিন্তু চোটের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে পারেননি।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ