দিল্লির কাছেই গোপন সুড়ঙ্গে পাকিস্তানের পারমানু অস্ত্রঘাঁটি


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৫:৫৮ এশিয়া

ই-বার্তা ।। পাকিস্তানি সেনারা রাজধানী নয়াদিল্লির কাছেই গোপন সুড়ঙ্গ তৈরি করছে। ওই সুড়ঙ্গে থাকবে পারমাণবিক মিসাইল ও বোমা। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন রিপোর্ট এসেছে বলে জানা গেছে। মার্কিনরা চাপ দিলেও পাকিস্তানিরা তাদের পথ পাল্টায়নি।

পাকিস্তানের মিয়ানওয়ালি নামের জায়গায় পরমাণু অস্ত্রঘাঁটি তৈরি করা হচ্ছে। অমৃতসর থেকে ওই জায়গার দূরত্ব প্রায় ৩৫০ কিমি। প্রায় ১৪০টি পরমাণু বোমা তৈরি করে ফেলেছে পাকিস্তান। তবে এখানেই শেষ নয়, আরও বোমা বানাচ্ছে ওই দেশ। উদ্বেগজনকভাবে মিয়ানওয়ালি থেকে দিল্লির দূরত্ব মাত্র ৭৫০ কিমি। ফলে সেখান থেকে মিসাইল ছুড়লে মুহূর্তের মধ্যে তা দিল্লিতে আঘাত হানবে। বোমা তৈরি করা হোক আর যাই হোক নিশানা একদিকেই। আর তা হলো ভারত।

স্বরাষ্ট্রমন্ত্রীকে পেশ করা গোয়েন্দাদের এক রিপোর্টে বলা হয়েছে, ইতিমধ্যে পাক পরমাণু ঘাঁটির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বিমানহানা থেকে বাঁচাতে মাটির নিচে তিনটি সুড়ঙ্গে তৈরি করা হচ্ছে। সেখানে মোতায়েন করা হবে পারমাণবিক বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ