১০৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯২৪ টি ঝুঁকিপূর্ণ


ই-বার্তা প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার  | দুপুর ০২:৫১ রাজধানী

ই-বার্তা ।। ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ১০৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯২৪ টি ই ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস বলছে, অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলার ব্যবস্থা নিতে এরইমধ্যে এসব প্রতিষ্ঠানকে দুই দফা চিঠি দিয়েছেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও সচেতন করে গড়ে তুলতে পারলে যেকোন দুর্ঘটনার আশঙ্কা কমিয়ে আনা সম্ভব।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের ভেতরের চিত্র সত্যি আঁতকে ওঠার মতো। সারাদেশ থেকে আসা আগুনে পোড়া রোগীদের টেলিভিশনের পর্দায় দেখলেও স্বাভাবিক থাকা অনেকটাই কঠিন।

এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, আগুনে পোড়া ৫০ শতাংশরে বেশি রোগী শিশু। যাদের একটু সচেতন করা গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উদ্যোগ নিতে হবে।

ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে চলতি বছরে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ওপর ফায়ার সার্ভিসের চালানো জরিপ বলছে, ১০৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯৪ টি রয়েছে অতিরিক্ত ঝুঁকিতে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ