মিত্রদের রক্ষায় অস্ট্রেলিয়া ধ্বংসের হুমকি পিয়ংইয়ংয়ের


ই-বার্তা প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৬:১৯ অন্যান্য

ই-বার্তা ।। অস্ট্রেলিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেয়ায়। অস্ট্রেলিয়া সরকার এই হুঙ্কার উড়িয়ে দিয়ে মিত্রদের রক্ষায় সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে। এর মধ্যেই সোমবার থেকে জাপান সাগরে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

কোরীয় সঙ্কট নিয়ে আলোচনায় দু’দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় গিয়ে সিউলকে সার্বিক সহায়তা ও সমস্যা সমাধানে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন অস্ট্রেলীয় পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

তাদের সফর শেষ হতে না হতেই এবার অস্ট্রেলিয়ার ওপর চড়াও হলো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিয়ে অস্ট্রেলিয়া কোরীয় উপদ্বীপে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএন জানায়, পিয়ংইয়ংয়ের সফলতায় ঈর্ষান্বিত হয়েই ওয়াশিংটনের সঙ্গে সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে ক্যানবেরা।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ