ফের নৌকাডুবি শিশুসহ ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার


ই-বার্তা প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ০১:১০ চট্টগ্রাম

ই-বার্তা ।। কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় শিশুসহ ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে ৩৫ জন।

সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশু, ছয় নারী রয়েছেন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসা রোহিঙ্গা মো. সুলতান বলেন, মিয়ানমারের রাখাইনের দামনখালী এলাকা থেকে কমপক্ষে ৬০ জন প্রাণভয়ে সাগরপথে বাংলাদেশের টেকনাফে আসছিলাম। পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে এসেই নৌকাটি ডুবে যায়। আমরা ২১ জন জীবিত রয়েছি। এ ঘটনায় শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

অন্যরা সাঁতরে পার হয়েছে। পরে শিশুসহ ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনও কমপক্ষে ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায় বলে জানান তিনি।

টেকনাফ থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুল জামান জানান, নিহতদের মধ্যে চার শিশু, ছয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩৫ জন। তাদের উদ্ধারে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় অর্ধশতাধিক নিহত হন। এর পর ৮ অক্টাবর আরও এক নৌডুবির ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ