সন্ত্রাসী হামলায় সিনাই উপত্যকায় ছয় সেনাসহ নিহত ৩০


ই-বার্তা প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৬:৩৫ অন্যান্য

ই-বার্তা ।। আফ্রিকার দেশ মিশরের সিনাই উপত্যকায় সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে ২৪ সন্ত্রাসী। এছাড়া আহত হয়েছে ৩৭ সেনাসহ ৩৯ জন। জঙ্গি গোষ্ঠী আইএস পরে হামলার দায় স্বীকার করে।

এ হতাহতের ঘটনা ঘটে সিনাই-এর উত্তরাঞ্চলে চলমান আইএস বিরোধী অভিযানে। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার শেখ জেইদ এলাকায় সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

বিশ্লেষকরা বলছেন, সিনাই উপত্যকা সন্ত্রাসমুক্ত করতে সেনাবাহিনী প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত কয়েক বছরে আইএস সংশ্লিষ্ট সন্ত্রাসীরা ওই এলাকায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে। গেলো শুক্রবারেরও হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ