প্রযুক্তির সমাহার নিয়ে বসছে ২০২০ টোকিও অলিম্পিক


ই-বার্তা প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৩৩ অন্যান্য

ই-বার্তা ।। ক্রীড়া মহোৎসব আয়োজনের মর্যাদা পেল ১৯৬৪ সালের পর টোকিও। টোকিওই প্রথম এশীয় নগরী হিসেবে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দ্বিতীয় বারের মত পেতে যাচ্ছে। এ অলিম্পিকের অর্থনৈতিক মূল্য প্রায় তিন ট্রিলিয়ন ইয়েন হতে পারে। ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের পর নিজেদের ঘুরে দাঁড়ানোর জানান দিতে অলিম্পিক আয়োজন করতে ইচ্ছুক টোকিও। আসুন আমরা ২০২০ টোকিও অলিম্পিকের কিছু চমক সম্পর্কে জেনে নেই।

এইট কে:
টোকিও ২০২০ অলিম্পিকের সবচেয়ে বড় চমক হচ্ছে এইট কে প্রযুক্তি।
২০২০ অলিম্পিকে সরাসরি সম্প্রচার করা হবে। সম্পূর্ণ HD কোয়ালিটি ভিডিও দেখতে পাবেন। এখানে হাইব্রিড ব্রডকাস্ট সিস্টেম ব্যবহার করা হবে। আপনি Comment ও Tweet করতে পারবেন যা সরাসরি Screen এ comment ও Tweet দেখতে পাবেন। এছাড়া খেলার স্কোর ও বিস্তারিত তথ্য স্পষ্টভাবে স্ক্রিনে দেখতে পাবেন। ৩২ মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হবে। আর ক্যামেরাটি অনেক বেশি সংবেদনশীল। এবং সাধারণ ক্যামেরা থেকে ১৬ গুন প্রখর।

সাইন-ল্যাংগুয়েজ:
সাইন-ল্যাংগুয়েজ নামে নতুন প্রযুক্তি থাকছে যাতে বোবাদের জন্য রয়েছে স্বয়ংক্রিয় সাইন-ল্যাংগুয়েজ।

ইনস্ট্যান্ট ট্রান্সলেট সিস্টেম:
স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক অনুবাদ করতে পারে এমন ডিভাইস ব্যবহার করা হবে।

আরো থাকছে উন্নত মানের মানি ট্রান্সফার সিস্টেম।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ