শেরপুরে বিস্ফোরক মামলার প্রধান আসামি আটক


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ১২:২১ ময়মনসিংহ

ই-বার্তা।। শেরপুরের নকলার চন্দ্রকোনা বাজার থেকে বিপুল পরিমাণ তরল বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত ৯ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার রফিকুল হাসান গণি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা আসার পথে কাশেমকে টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থান থেকে গ্রেপ্তার করে শেরপুর জেলা পুলিশের একটি দল ।

এই পুলিশ কর্মকর্তা দাবি করেন, আবুল কাশেম নব্য জেএমবির সদস্য। তিনি নাম পাল্টে আবু মোসাব নাম ধারণ করেছেন। ২০১৫ সালে ফেইসবুকের মাধ্যমে দুই জঙ্গির সঙ্গে তার পরিচয় হয়। ওই জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠতার এক পর্যায়ে ফেইসবুক ছেড়ে বিশেষভাবে তৈরি এনকোডেড মোবাইল অ্যাপসের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখে কাশেম। এক পর্যায়ে তাকে বিস্ফোরক দ্রব্য রাখার জন্য একটি ঘর ভাড়া নিতে বলে জঙ্গিরা।

গত ৫ অক্টোবর চন্দ্রকোনা বাজার থেকে ১৮ কন্টেইনার ভর্তি বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির তরল রাসায়নিক পদার্থ উদ্ধারের পর থেকে আবুল কাশেম পলাতক ছিল।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ এর আরও সংবাদ