ইরাক-সৌদি সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৩৯ আরব বিশ্ব

ই-বার্তা ।। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, সৌদি-আরবের সঙ্গে ইরাকের সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির মোকাবিলার উপায় হিসেবে সৌদি-ইরাক সম্পর্ক উন্নয়ন তার অন্যতম লক্ষ্য বলেও জানান টিলারসন।

রিয়াদ সফরে এসে ইরাকের আইএসবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের বাড়ি ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সৌদি আরব সফরে এসে রোববার বাদশা সালমান বিন আব্দুল আজিজ ও ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বৈঠকে দু’দেশের সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন টিলারসন। আলোচনায় আগস্টে দু’দেশের একটি প্রধান সীমান্ত পুনরায় খুলে দেয়া এবং বাগদাদ-রিয়াদের মধ্যে সরাসরি বিমান চলাচলের কথা উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

আরব বিশ্ব এর আরও সংবাদ