শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৬:১৩ বরিশাল

ই-বার্তা ।। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স ভোলার শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। এতে প্রায় সাতশ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে সোমবার দুপুরে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। পরে বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শাহবাজপুরে আগে পাওয়া গ্যাসক্ষেত্রটির পাশেই এ অবস্থান বলেও জানিয়েছেন তিনি। নতুন পাওয়া গ্যাসক্ষেত্রটি আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বড়। আগের কূপ ও নতুনটি মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান আছে বলেও ধারণা করা হচ্ছে।

২০০৯ সালের ১১ই মে শাহবাজপুর ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। সেখানে থাকা চারটি কূপের মধ্যে তিনটি থেকে প্রতিদিন প্রায় ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে বলে তথ্য দিয়েছে বাপেক্সে।

সর্বশেষ সংবাদ

বরিশাল এর আরও সংবাদ