বোমার জননী যুক্তরাষ্ট্রের, রাশিয়ার কাছে বোমার পিতা


ই-র্বাতা প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার  | সকাল ১১:০৫ অন্যান্য

মার্কিন ‘মোয়্যাব’ বা এমওএবি নামে পরিচিত ‘সব বোমার জননী’র থেকে চারগুণ বেশি শক্তিশালী হলো রাশিয়ার ‘ফোয়্যাব’ বা ‘সব বোমার পিতা’ হিসেবে দাবি করেছে রাশিয়া।

সাড়ে পনর হাজার পাউন্ডের এ বোমার ৪৪ টন টিএনটি’র সমতুল্য বিস্ফোরণ ক্ষমতা রয়েছে। বিস্ফোরণ ক্ষমতার দিক থেকে রুশ বোমা ‘মোয়্যবের’ চারগুণ বলে জানানো হয়েছে। মোয়্যাবের বিস্ফোরণ ক্ষমতা ১১ টন টিএনটির সমান। তবে রাশিয়ার শক্তিশালী এ বোমা এখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি।

রুশ দেয়া হিসাবের ভিত্তিতে একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা হিসেবে গণ্য করা হচ্ছে। ২০০৭ সালে বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল রাশিয়া। তাতে মোয়্যাবের চেয়ে দ্বিগুণ তাপমাত্রার সৃষ্টি হয়েছিল।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ