ব্যার্থ ক্ষেপণাস্ত্র পরিক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া ঃ মার্কিন যুক্তরাষ্ট্র


ই-র্বাতা প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার  | সকাল ১১:৩৫ এশিয়া

উত্তর কোরিয়ার মধ্যম-পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে মার্কিন সরকার দাবি করেছে। ৪,০০০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমেরিকার গুয়াম ঘাঁটিতে হামলা চালানো সম্ভব।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাটেজিক কমান্ড আজ (রোববার) জানিয়েছে, শনিবার কোরিয়ার স্থানীয় সময় দুপুরে এ ব্যর্থ পরীক্ষা চালানো হয়। এটি ‘মুসুদান’ শ্রেণির ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ওই কমান্ড ধারণা করছে। উত্তর কোরিয়া এ পর্যন্ত সাতবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও মাত্র একবার তা আংশিক সফল হয়।

এ ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। সিউল দাবি করেছে, উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং শহরের একটি বিমান ঘাঁটি থেকে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে এ পরীক্ষা চালানো হয়।

অবশ্য এ সম্পর্কে উত্তর কোরিয়া এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ