প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন গণভবনে


ই-বার্তা প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৪:৩৪ অন্যান্য

আজ দেশের কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাতটায় গণভবনে শুরু হবে এই অনুষ্ঠান।

আজকের সংবর্ধনা অনুষ্ঠানটি হবে ভিন্ন ধরনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া ক্রীড়াবিদদের আলাদা করে পুরস্কৃত করতেন। আজ একসঙ্গে, একই ছাদের নিচে ৩৩৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। প্রত্যেককে দেওয়া হবে আর্থিক পুরস্কার। ফলে বাংলাদেশের ক্রীড়ায় নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে।

গত অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে-বিদেশে আন্তর্জাতিক ক্রীড়ায় অংশ নিয়েছেন তাদের সবাইকে গণভবনে নিমন্ত্রণ জানানো হয়েছে।

এরমধ্যে রয়েছেন জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, হ্যান্ডবল, সাঁতার, যুবহকি, জাতীয় হকিদল, শুটিং, ভারোত্তোলন, মহিলা ফুটবল, অনূর্ধ্ব-১২ ছেলেদের ফুটবল, গলফ, আর্চারি, দাবা, জুনিয়র ব্যাডমিন্টন, ইনডোর হকিতে নারী-পুরুষ, রোলবলের ক্রীড়াবিদরা। ৩৩৯ ক্রীড়াবিদের হাতে প্রধানমন্ত্রী এক লাখ টাকা করে চেক তুলে দেবেন। প্রায় ৪০০ ক্রীড়াবিদ ও সংগঠকের সঙ্গে প্রধানমন্ত্রী নৈশভোজেও অংশ নেবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুরস্কারও প্রধানমন্ত্রী তুলে দেবেন। শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ড্র করা বাংলাদেশ দলকে এক কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে।

২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যুটার শাকিল আহমেদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী। স্বর্ণজয়ের পর প্রধানমন্ত্রী তাদের ফ্ল্যাট পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ