উসকানি মুলক বক্তব্যে পাকিস্তানের হাইকমিশনারকে তলব


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৫০ রাজনীতি

ই-বার্তা ।। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’-একটি ভিডিওতে এমন অপপ্রচার চালানোয়। মঙ্গলবার দুপুর তিনটায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশনের পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেজে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। ওই ভিডিওতে আরও দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগেও পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে অন্য দেশের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, এর মধ্যে সুস্পষ্ট উসকানি রয়েছে। ঐতিহাসিকভাবে স্বীকৃত বিষয় নিয়ে পাকিস্তান হাইকমিশনের নতুন করে বিতর্ক সৃষ্টির চেষ্টা দূরভিসন্ধিমূলক।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ