খেলাধূলার প্রসারে বর্তমান সরকার প্রয়োজনীয় সব করবে : প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার  | রাত ১০:৩৯ বিশেষ প্রতিবেদন

বিশেষ প্রতিবেদক ।। খেলাধূলার আরো প্রসার ঘটাতে যা যা করার প্রয়োজন বর্তমান সরকার তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাতে গণভবনে ৩৩৯ সফল ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।


প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধূলার আরো প্রসার ঘটাবার জন্য যা যা করণীয় আমাদের সরকার,বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আমরা সবসময় করবো। কারণ আমি এমন একটা পরিবার থেকে এসেছি আমার পরিবারে আমি বলতে পারি আমার দাদাও ফুটবল প্লেয়ার ছিলেন । স্পোর্টস ছাড়া একটা মানুষ সুস্থভাবে গড়ে উঠতে পারেনা। আমি চেয়েছিলাম যে বাংলা নববর্ষ উপলক্ষ্যে সবার হাতে একটি ক্ষুদ্র উপহার তুলে দেব। আর সেই সাথে সাথে নববর্ষের শুভেচ্ছা দেবো।’

দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বসভায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ দেশ ।সেভাবেই বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা গড়ে তুলবো। সেক্ষেত্রে ক্রীড়া জগতে যারা আছে তাদেরও যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে নিয়ে আসতে।’

শেখ হাসিনা আশা করছেন বিত্তশালী ব্যক্তিরা ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা করলে এটা বিকশিত হতে পারবে।

অনুষ্ঠানে তিনি প্রত্যেক ক্রীড়াবিদের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন । এছাড়া শততম টেস্টে জয়ের জন্য বিসিবির ঘোষিত এক কোটি টাকার চেকও এসময় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ