গেমিং স্মার্টফোন আসছে বাজারে


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:১০ স্মার্টফোন

ই-বার্তা ।। গেমিং ল্যাপটপ নির্মাতা হিসেবে পরিচিত কোম্পানি রেজার প্রথমবারের মতো গেমিং স্মার্টফোনের আসছে বাজারে। বেশ কিছুদিন ধরেই রেজারের গেমিং স্মার্টফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন ছিল।

অবশেষ অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে ৬৯৯ ডলারে আগাম ফরমাশ নিতে শুরু করেছে রেজার। ১৭ নভেম্বর থেকে ফোনটি বিক্রি শুরু হবে ধাপে ধাপে বিভিন্ন দেশে। ফোনটিতে থাকছে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে।

প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি বিশেষভাবে তৈরি করা হচ্ছে গেমারদের জন্য। এতে বর্তমানে বাজারের সেরা প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ থাকছে। ফোনটিতে থাকছে ৮ জিবি র্যা ম ও অ্যাড্রেনো ৫৪০ জিপিইউ। এতে ৬৪ জিবি ইউএফএস ইনবিল্ট স্টোরেজ থাকছে যাতে বেশি স্টোরেজের গেম রাখা যাবে। এ ছাড়া স্মার্টফোনটিতে দুই টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। স্মার্টফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ও ১৩ মেগাপিক্সেল জুম সেন্সর থাকছে। সামনে দিকে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্মার্টফোনটিতে ১২০ হার্টজের আলট্রামোশন ডিসপ্লে ছাড়াও সামনের দিকে মুখ করা ডুয়াল স্পিকার আছে। এতে গেম বুস্টার ফিচার রয়েছে যা উন্নত গেমিং অভিজ্ঞতা দেবে। ফোনটিতে চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে যা দ্রুত চার্জিং সমর্থন করে। ফোনটিতে হেডফোন জ্যাক নেই। ফোনটির ওজন ১৯৭ গ্রাম।

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ