পালিয়ে যাওয়া জাকির নায়েক এখন মালয়েশিয়ায়


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:২৮ এশিয়া

ই-বার্তা ।। এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় ঠাঁই পেয়েছেন তুখোড় বক্তা ডা. জাকির নায়েক। দেশটিতে স্থায়ীভাবে বাস করারও অনুমতি পেয়ে গেছেন তিনি।

এর আগে ভারতে সন্ত্রাসবিরোধী আইনে জাকির নায়েক অভিযুক্ত হয়ে পলাতক হন এবং তারপর যুক্তরাজ্যে নিষিদ্ধ হন এই বক্তা। তার বিরুদ্ধে এইসব অভিযোগের পরেও তাকে সাদরে বরণ করে নিয়েছে মালয়েশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তারা।

সম্প্রতি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার পুত্র মসজিদ থেকে জাকির নায়েক একজন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে জনসম্মুখে বেরিয়ে এসেছিলেন। সে দেশে এভাবে তাঁর প্রকাশ্যে আসা বিরল ঘটনা। ওই সময় তাঁর চারপাশে মানুষ ভিড় জমায় এবং সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ওই মসজিদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই নামাজ পড়েন।

সূত্রঃ বিডিনিউজ।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ