বরিশালে জেএসসির ১৩ পরীক্ষার্থী বহিষ্কার


ই-বার্তা প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার  | রাত ০৮:২০ বরিশাল

ই-বার্তা।। জেএসসির রবিবারের ইংরেজির প্রথম পত্রে অসাদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কোর করা হয়েছে। এরমধ্যে ভোলা জেলায় ১১ জন এবং পটুয়াখালী ও বরগুনা জেলায় ১ জন করে পরীক্ষার্থী রয়েছেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম এসব তথ্য জানান।

তিনি জানান ইংরেজি প্রথম পত্রে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় ১৭২টি কেন্দ্রে ৩ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ১০২৫ জন, ঝালকাঠি জেলায় ৩৪১ জন, পিরোজপুর জেলায় ৪০৬ জন, পটুয়াখালি জেলায় ৬৮৫ জন, বরগুনা জেলায় ৩৯১ জন, ভোলা জেলায় ৬০০ জন রয়েছে।

এ বছর বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ১লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী রয়েছে, যা গত বছর ছিল ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।

অপরদিকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব ও নিয়ম উপক্ষো করায় ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম বি.জি ইউনিয়ন একাডেমি পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষককে বহিষ্কার করেন।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন কুশঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কুমার মন্ডল ও ডেবরা বালিকা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন।

সর্বশেষ সংবাদ

বরিশাল এর আরও সংবাদ