বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে গলাকেটে হত্যা


ই-বার্তা প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার  | রাত ০৮:৩৬ ঢাকা বিভাগ

ই-বার্তা।। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৃষ্টি আক্তার (১৪) নামে এক কিশোরীকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দুপুরে উপজেলার সরফদিনগর গ্রামে বাড়ির পাশে ওই কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃষ্টি ওই গ্রামের দিনমুজর রমজান আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, একই গ্রামের আবুল হোসেন নামে এক ব্যক্তি বৃষ্টিদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। তিনি বৃষ্টিকে বিয়ের জন্য পরিবারকে প্রস্তাব দেন। তবে আবুল বিবাহিত হওয়ায় বৃষ্টির পরিবার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন। এর জের ধরেই আজ দুপুরে আবুল হোসেন বৃষ্টিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে। এরপর লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় বাল্লা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম জানান, সম্প্রতি স্থানীয় গোপীনাথপুর এলাকার এক যুবকের সঙ্গে বৃষ্টির বিয়ের আয়োজন করে মেয়েটির পরিবার। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালতে এফিডেফিটের মাধ্যমে ওই ছেলেটির সঙ্গে বৃষ্টির বিয়ে দেয়া হয়। এ বিষয়টি জানতে পেরে আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল মুঠোফোনে বৃষ্টিকে কল দেন। বাড়িতে কেউ নেই জানতে পেরে আবুল ওই বাড়িতে যান। এরপর বাড়ির একটি ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বৃষ্টির গলাকেটে পালিয়ে যান। এ সময় মুমূর্ষ অবস্থায় বৃষ্টি দৌঁড়ে বাড়ির বাইরে রাস্তায় আসার পর মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন,এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে আবুলকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ