তেহরানের নির্দেশে রিয়াদ বিমানবন্দরে ব্যালিস্টিক হামলাঃ সৌদি আরব


ই-বার্তা প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৫৫ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ।। সৌদি আরব রিয়াদ বিমানবন্দরে হাউথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এ ধরনের হামলা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশটি।

এক বিবৃতিতে সোমবার সৌদি আরব জানায়, ইরানের সহযোগিতা ছাড়া হাউথি বিদ্রোহীদের এ ধরনের হামলার সামর্থ্য নেই। তেহরানের সরাসরি নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি রিয়াদের। প্রতিবেশী দেশের এ ধরনের আগ্রাসন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে শনিবার রাতে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। তবে ওই হামলা রুখে দেয়ার দাবি করে সৌদি আরব। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, রাজধানী রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে গুলি করে ক্ষেপণাস্ত্রগুলো বিধ্বস্ত করা হয় এবং এর ধ্বংসবশেষ বিমানবন্দর এলাকায় গিয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ