মহাসড়কে ‘ভৌতিক’ অগুন !


ই-বার্তা প্রকাশিত: ৭ই নভেম্বর ২০১৭, মঙ্গলবার  | সকাল ১১:৪৯ চট্টগ্রাম

ই-বার্তা ।। ফারুক অাস্তানা : ঢাকা - চট্রগ্রাম মহাসড়কে মীরসরাই অংশে গত চব্বিশ ঘণ্টারও কম ব্যবধানে দুইটি যানবাহনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বলছে যান্ত্রিক ত্রুটির কারণে অগুনের ঘটনা ঘটেছে ।

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে মীরসরাই সদরের ওসি মিয়া পোল এলাকায় অাজ ৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী সেইফলাইন (লেগুণা) তে হঠাৎ অগ্নকান্ডের ঘটনা ঘটে ।

এর অাগে গতকাল বিকাল পাঁচটার সময় উপজেলার ভাঙ্গা দোকান এলাকায় শীপইয়ার্ডের লোহা পাতবোঝাই ঢাকাগামী অারও একটি ট্রাকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দুইটি অগ্নিকান্ডেরই খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে অগুণ নিয়ন্ত্রণে অানেন ।

অগুণের প্রসঙ্গে মীরসরাই ফায়ার সার্ভিস জানায়, সেইফলাইন (লেগুণা) অগুণের সূত্রপাত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে হতে পারে অার ট্রাকের অগুণের ব্যাপারে বলেন, ইঞ্জিন ত্রুটির কারণে অগুণ ধরতে পারে, প্রাথমিক ধারণা করা হচ্ছে।

স্থানীয় দোকানদার ও পথচারীরা জানান, মহাসড়কে যানবাহনে অগ্নিসসংযোগ করেছে এমন কাউকে তারা দেখেনি।

এদিকে এত কম সময়ের ব্যবধানে মহাসড়কে দুইটি যানবাহনে অগুণের ঘটনায় উপজেলার মানুষে মাঝে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে ।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ