টাকা পাঠানো যাবে ফেসবুকে


ই-বার্তা প্রকাশিত: ৭ই নভেম্বর ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:৫৮ ইন্টারনেট

ই-বার্তা ।। নতুন দুটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। ফিচার দুটি হল রেড এনভেলপ যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা অন্য প্ল্যাটফর্মে অর্থ পাঠাতে পারবেন এবং ব্রেকিং নিউজ ফিচারটি তৈরি করা হচ্ছে খবর প্রকাশকদের জন্য।

প্রযুক্তিবিষয়ক শীর্ষক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের সোশ্যাল মিডিয়া পরিচালক ম্যাট নাভারা নতুন ফিচারগুলো প্রথম দেখতে পান। তবে এখন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ থেকে ফিচারগুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নি।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ব্রেকিং নিউজ ফিচারটি ভবিষ্যতে পরীক্ষা করা হবে। তবে রেড এনভেলপ ফিচারটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে এর সম্ভাবনা নাকচ করেনি। এদিকে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, নতুন পণ্যের অভিজ্ঞতা দিতে সব সময় পরীক্ষা চালায় ফেসবুক। কিন্তু এখন নির্দিষ্ট করে কথা বলার কিছু নেই।

উল্লেখ্য এ বছরের শুরুতে ফেসবুক তাদের মেসেঞ্জার অ্যাপ গ্রুপ পেমেন্ট ফিচার চালু করেছে। এতে গ্রুপের সবাইকে বা একজনকে অর্থ পাঠানোর সুবিধা রয়েছে।

এ ছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রকাশকদের সঙ্গে অংশীদারত্বে ইনস্ট্যান্ট আর্টিকেলস নামের সুবিধা দিচ্ছে ফেসবুক। এতে প্রকাশকেরা ফেসবুকে কনটেন্ট প্রকাশ করে অর্থ পান।

সূত্রঃ আইএএনএস।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ