দুই দেশের এক হোটেল


ই-বার্তা প্রকাশিত: ৮ই নভেম্বর ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৭:২১ আন্তর্জাতিক

ই-বার্তা।। মন্দ কি যদি এক খরচে দুই দেশ দেখা যায়, থাকা যায়। হোটেল ভাড়াটা তো অনেক বড় একটি সমস্য তাই না? কিন্তু একই সাথে চাইলেই আপনি ফ্রান্স ও সুইজারল্যান্ডে থাকে ও দেশ দুটি দেখতে পারেন। ভাবছেন এ কি করে সম্ভব?

হ্যাঁ ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত হোটেল আরবেজের জন্যই এটা সম্ভব। হোটেলের অবস্থান এমন যে অর্ধেক টা পরেছে ফ্রান্সে এবং বাকি অর্ধেক টা পরেছে সুইজারল্যান্ডে। কারণ লা কিওর গ্রামে অবস্থিত এই হোটেল টি দুই দেশের সিমান্তের উপরেই তৈরি করা হয়েছে।

হোটেলের কামরা গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে শুয়ে থাকলে মাথা থাকবে এক দেশে আর পা থাকবে অন্য দেশে। হোটেলের হানিমুন স্যুইট টা দুই দেশের মাঝ খানে ভাগ করে বানানো হয়েছে। তাই দুই দেশের ঐতিহ্য মেনেই এই হোটেলে অতিথিদের আতিথেয়তা করা হয়। এই হোটেলে ডাবল বেডের একটি রুমের ভাড়া ১০৭ মার্কিন ডলার।

হোটেলটি তৈরি করা হয়েছিল ১৮৬০ সালের পরপর। ১৮৬২ সালে সীমান্ত নির্ধারণ নিয়ে ফ্রান্স ও সুইজারল্যান্ড যখন নতুন করে চুক্তিতে আসে, তার পরপরই এখানে একটি মুদির দোকান বানানো হয়। যা ১৯২১ সালে হোটেলে রূপান্তরিত হয়।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক এর আরও সংবাদ