১০১ বছর বয়সে মা


ই-বার্তা প্রকাশিত: ৯ই নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:১৮ আন্তর্জাতিক

ই-বার্তা।। মায়ের বয়স ১০১ বছর। তার সন্তানের বয়স কত হতে পারে কেউ ধারণা করুন তো? কি মনে হয় কত হবে, ৭০ বছর, ৬৫ বছর, নাকি ৭৫ বছর। না এই গুলোর কোন টাই নয়। সন্তানের বয়স মাত্র এক বছর। গত বছর ডিসেম্বরে নিজের ১৭ তম সন্তানকে জন্ম দিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক মায়ের খেতাব অর্জন করেছেন ইতালির আনাতুনিয়া বার্তালেনা।

এর আগে ১৬ টি সন্তানের জন্ম দিয়েছেন এই ইতালিয় নারী। ৮৭ বছর বয়সে জরায়ুতে ক্যান্সার ধরা পরার ফলে তিনি আর সন্তান নিতে পারছিলেন না। তবে তুরস্কে এক বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিজের ১৭ তম সন্তানের জন্ম দেন এই নারী। তার বক্তব্য মতে ঈশ্বর নিজে এসে তাকে এই সন্তান দিয়ে গেছেন। বার্তালেনা ও তার স্বামী এই সন্তান পেয়ে ভীষণ খুশি। এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক মায়ের খেতাব ছিল দক্ষিণ আফ্রিকার এক নারীর দখলে।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক এর আরও সংবাদ