নৈশভোজে ট্রাম্প-পুতিন


ই-বার্তা প্রকাশিত: ১১ই নভেম্বর ২০১৭, শনিবার  | সকাল ১১:৩৬ আমেরিকা

ই-বার্তা।। ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবারের ওই নৈশভোজে তাদের মধ্যে দেখা হলেও আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। নৈশভোজের আগে অংশগ্রহণকারী শীর্ষ নেতাদের গ্রুপ ছবি তোলার সময়ও ট্রাম্প ও পুতিন পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন। তারপর বিচ্ছিন্ন হয়ে টেবিলের আলাদা আলাদা জায়গায় বসে নৈশভোজে অংশ নিয়েছেন।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, উভয়পক্ষের সূচী না মেলায় আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা করা হয়নি, তারপরও তাদের পরস্পরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে।

ভিয়েতনামের ডানাংয়ে ল্যান্ড করার কয়েক মিনিট আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, সূচী অনুযায়ী, আনুষ্ঠানিক বৈঠক, ক্যালেন্ডারে নেই এবং হবে বলে প্রত্যাশাও করছি না।

শনিবার ডানাংয়ে এপিইসি দেশগুলোর নেতাদের মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে। ১২ দিনের এক এশিয়া সফরের চতুর্থ পর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন ভিয়েতনামের এই অবকাশযাপন শহরটিতে আছেন।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ