মার্কিন ক্ষেপণাস্ত্র কিনতে ভিয়েতনামকে অনুরোধ করেছে ট্রাম্প


ই-বার্তা প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০১৭, সোমবার  | সকাল ১০:০০ এশিয়া

ই-বার্তা।। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক অস্ত্র কেনার জন্য ভিয়েতনামকে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ানের প্রতি ট্রাম্প এই আহ্বান জানান।

ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো ক্ষেপণাস্ত্র তৈরি করে।

রবিবার ট্রাম্প ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডাই কুয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দক্ষিণ চীন সাগরে মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্র মধ্যস্ততা করতে আগ্রহী বলে জানান ট্রাম্প। ভিয়েতনামের প্রেসিডেন্টকে তিনি বলেন, ‘আমি একজন ভালো মধ্যস্ততাকারী। যদি প্রয়োজন মনে করেন, তবে চীনের সঙ্গে ভিয়েতনামের দক্ষিণ চীন সমুদ্র নিয়ে বিরাজমান বিরোধ মিমাংসায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারি।

বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভিয়েতনামের প্রেসিডেন্ট জানিয়েছেন, সাগর নিয়ে বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তিতে আগ্রহী তারা।

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন ও ভিয়েতনামসহ আরও চারটি দেশের মধ্যে বিরোধ রয়েছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে ট্রাম্প বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন।
সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ