শর্ত দিয়ে ক্যাপ্টেন শহীদুল্লাহর জামিন


ই-বার্তা প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৩৮ রাজধানী

ই-বার্তা ।। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় পাকিস্তানফেরত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল্লাহকে (৭২) জামিন দিয়েছেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদেশে ট্রাইব্যুনাল বলেন, দুই লাখ টাকার বন্ডে স্বাক্ষর এবং একজন আইনজীবী ও নিকটাত্মীয়ের জিম্মায় শহীদুল্লাহকে জামিন দেওয়া হলো। এ সময়ে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং মিডিয়ার সঙ্গে কথা বলা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ