র‍্যাগ দিয়ে বিপাকে মেডিকেলের ৫৪ শিক্ষার্থী


ই-বার্তা প্রকাশিত: ২০শে নভেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৩২ অন্যান্য

ই-বার্তা ।। র‌্যাগিংয়ের নামে মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে পিটিয়ে ও মানসিক নির্যাতন করে ফেঁসে গেলেন দ্বিতীয় বর্ষের ৫৪ ছাত্রী।

তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এ জরিমানা পরিশোধ করতে বলা হয়েছে।

এ ছাড়া র‌্যাগিংয়ে জড়িত সন্তানদের কীর্তির কথা জানাতে তলব করা হয়েছে অভিভাবকদেরও।

ভারতের বিহার রাজ্যের দারভাঙা মেডিকেল কলেজে কর্তৃপক্ষ শনিবার এ শাস্তির সিদ্ধান্ত ঘোষণা করে।

গত ১১ নভেম্বর মেডিকেল কলেজের হোস্টেল নিবাসী প্রথম বর্ষের এক ছাত্রী ভারতের মেডিকেল কাউন্সিলে (এমসিআই) অভিযোগ করেন, সিনিয়র শিক্ষার্থীরা তাকে উপর্যুপরি র‌্যাগিং দিচ্ছে।

ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার পর গত ১৬ নভেম্বর এমসিআই মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

এর পর অভিযোগের তদন্তের জন্য কলেজটি একটি র‌্যাগিংবিরোধী কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত শনিবার হোস্টেল নিবাসী ৫৪ ছাত্রীর সবাইকে জরিমানা করে।

এদিকে এ মাসেই ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ৩৩ শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ