বসনিয়ার কসাইখ্যাত ম্লাদিচের যাবজ্জীবন জেল


ই-বার্তা প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:২৫ ইউরোপ

ই-বার্তা ।। জাতিসংঘের যুদ্ধাপরাধ বিষয়ক ট্রাইব্যুনাল বসনিয়ার কসাইখ্যাত সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচকে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরের ওই আদালতে ১১টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ১০টিতে দোষী সাব্যস্ত হন ম্লাদিচ।

আসামীপক্ষের আইনজীবী তার মক্কেলের শারীরিক অসুস্থতার কারণে রায় ঘোষণা স্থগিতের আবেদন জানালেও আদালত তা প্রত্যাখ্যান করেন। পরে ৭৪ বছর বয়সী ম্লাদিচকে রায় ঘোষণার সময় আদালতের এজলাস থেকে সরিয়ে নেয়া হয়। এ অবস্থায় রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান ম্লাদিচের আইনজীবী। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিপীড়িতদের স্বজনরা। আবার অনেকেই আরো কঠোর শাস্তির দাবি জানায়।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে যুগান্তকারী হিসেবে আখ্যা দিয়েছে। ১৯৯২-৯৫ সালের বলকান যুদ্ধে স্রেব্রে-নিৎসা শহরে ৮ হাজার সংখ্যালঘু মুসলমানকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ম্লাদিচকে দায়ী করা হয়। পরে ২০১১ সালে তাকে সার্বিয়া থেকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে হেগের আদালত।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ