মেনাস দ্বীপের আশ্রয়কেন্দ্র বন্ধ করলো অস্ট্রেলিয়া


ই-বার্তা প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:৩১ অন্যান্য

ই-বার্তা ।। অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনির মেনাস দ্বীপের অভিবাসীদের আশ্রয়কেন্দ্র বন্ধ করে দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মেলকম টার্নবুল বৃহস্পতিবার বলেন, আশ্রয় কেন্দ্র বন্ধ করে দেয়ার পর অভিবাসীদের সরিয়ে দিতে সেখানে উচ্ছেদ অভিযান শুরু করেছে পাপুয়া নিউগিনি পুলিশ।

এসময় অবৈধ অভিবাসীদের মেনাস দ্বীপ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার আহ্বান জানান টার্নবুল। মেনাস দ্বীপে অবস্থানরত কয়েকজন অভিবাসী জানান, পুলিশি অভিযানের কারণে সেখানে খাবার ও বাসস্থান সঙ্কটে রয়েছেন তারা।

এজন্য অস্ট্রেলিয়া সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সেখানকার অভিবাসীরা। মেনাস দ্বীপে বন্দী অভিবাসীদের অধিকাংশই আফগানিস্তান, ইরান, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সিরিয়ার নাগরিক।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ