যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম উত্তর কোরিয়া


ই-বার্তা প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ১২:০৫ এশিয়া

ই-বার্তা ।। শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা সম্পন্ন করার কথা জানিয়েছে উত্তর কোরিয়া।

এ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম হবে উত্তর কোরিয়া।

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় জানানো হয়, হোয়াসং-১৫ নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হওয়ার কথা ঘোষণা করেছেন দেশটির নেতা কিম জং উন।

ওই ঘোষণায় আরও বলা হয়েছে, সমগ্র যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এটি পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে।

এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া দক্ষিণ পিয়নগান প্রদেশের পিয়ংসং শহরের কাছ থেকে অজ্ঞাতনামা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে।

জাপান সরকারের মুখপাত্র ইয়োশিহিডে সুগা বলেছেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার কিছু পর উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় তা আমাদের নিবিড় অর্থনৈতিক অঞ্চলের মধ্যে এসে পড়েছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে গেয়ে পড়েছে।

ক্ষেপণাস্ত্রটিকে এ যাবতকালের সর্বোচ্চ শক্তিশালী আইসিবিএম আখ্যা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, এটি পুরো বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করেছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জাপানের সাগরে গিয়ে পড়েছে।

জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানোর পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করেন।

এর পর ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বিষয়টি আমরা দেখছি। জেনারেল ম্যাটিস আমাদের সঙ্গেই আছেন, এ নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আমরা যথাযথভাবে মোকাবেলা করব।

এদিকে উত্তর কোরিয়ার এমন আচরণের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি সভার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।

পরমাণু কর্মসূচি নিয়ে তীব্র সমালোচনা ও আন্তর্জাতিক অবরোধের মধ্যেই চলতি বছর তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

এ নিয়ে অব্যাহত আন্তর্জাতিক চাপের মধ্যে গত সেপ্টেম্বরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দুই মাসের মাথায় সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজের অনমনীয়তার কথা জানাল সমাজতান্ত্রিক দেশটি।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ