কোনো ধর্মেই জঙ্গিবাদের স্থান নেইঃ পোপ


ই-বার্তা প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০২:২৩ রাজধানী

ই-বার্তা ।। ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। তিনি আরো জানান, ছো্ট্ট এই দেশটিতে ধর্ম নিরপেক্ষতা ও সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের কারণে তিনি মুগ্ধ।

তেজঁগাও হলি রোজারিও গির্জায় সকালে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীও নেতাদের সমাবেশে দেয়া বক্তব্য এ মন্তব্য করেন পোপ। এসময় তিনি সন্ত্রাসবাদ প্রসঙ্গেও কথা বলেন। জানান, কোনো ধর্মেই জঙ্গিবাদের স্থান নেই।

কেউ যেন ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য সব মানুষের কাছে ধর্মের বাণী আরও সহজ করে পৌঁছে দিতে হবে বলেও জানান পোপ ফ্রান্সিস।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ